Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যৌতুকই কাল হয়ে দাঁড়ালো সুমীর ॥ স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ যৌতুকের জন্য মানসিক ও শারিরীক ভাবে নির্যাতনের অভিযোগে স্বামী, ভাসুর, শ্বাশুরী ও চাচা শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৃহবধু সুমী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযুক্তরা হচ্ছে- সুমীর ভাসুর ছাদিক মিয়া, শ্বাশুরী আফতেরা বেগম ও চাচা শ্বশুর মোঃ মামদ মিয়া। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে প্রকাশ, ২০১০ সালের ২৯ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘুদাউদ পুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালকের কন্যা সুমী আক্তারকে বিয়ে করেন একই গ্রামের মৃত মজুম উল্লার পুত্র আলআমীন। বিয়ের পর তাদের ঔরষে দু’টি সন্তান জন্ম গ্রহন করে। কিন্তু আলআমীন কারনে অকারনে স্ত্রী সুমিকে নির্যাতন করে আসছিল। দিন দিন নির্যাতনের মাত্রা বেড়ে যায়। স্বামী আলআমীন সুমীকে চাপ প্রয়োগ করে যে পিত্রালয় থেকে সিএনজি ক্রয়ের জন্য বড় অংকের টাকা এনে দিতে। অন্যথায় আল আমীন দ্বিয়ীয় বিয়ে করার সিদ্ধান্ত জানিয়ে দেয়। এরই মধ্যে অন্য মেয়েদের সাথে স্বামী আল আমীন সময় দিচ্ছে বলে সুমির অভিযোগ রয়েছে। গত ৪ মার্চ আল আমীন স্ত্রী সুমীকে সিএনজি ক্রয়ের ৩ লাখ টাকা দেয়ার জোর দাবি করে। এ সময় সুমী অপারগতা প্রকাশ করলে আল আমীন লোহার পাইপ দিয়ে স্ত্রীকে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন সুমীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা নবীগঞ্জকে আদেশ প্রদান করেন।