Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যেভাবে এলো নারী দিবস

এক্সপ্রেস ডেস্ক ॥ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে বিশ্বের শতাধিক রাষ্ট্র। তবে, ঠিক কিভাবে এই দিবসের উদ্ভব তা অনেকেরই অজানা।
নারী দিবসের প্রেক্ষাপট এবং ক্রমবিকাশ নিয়ে হিস্টোরি ডটকম জানায়, ১৮৫৭ সালে অনুষ্ঠিত একটি নারী আন্দোলনে সরকারি দমন পীড়নের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯০৭ সালে নিউইয়র্কে প্রথমবারের মতো একটি বহুজাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরের বছর ১৯০৮ সালে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে একই স্থানে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ এবং জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। এরপর ১৯১০ সালে ১৭ দেশের ১০০ জনের উপস্থিতিতে ডেনমার্কের কোপেনহ্যাগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হলে সেখানেই ক্লারা নারী দিবস পালনের আহ্বান জানান। যদিও ইতিহাসবিদ টেম্মা ক্যাপলান দাবি করেন, ১৯০৯ সালের ২৮ ফেব্র“য়ারি নিউইয়র্কে সর্বপ্রথম নারী দিবস পালন করা হয়। মূলত ১৯১৪ সাল থেকেই একাধিক দেশে নারী দিবস পালন শুরু হয়। ১৮৫৭ সালের যে ঘটনার সূত্র ধরে নারীরা ঐক্যবদ্ধ হয়েছিলেন সে সম্পর্কে জানা যায়, ওই বছরের ৮ মার্চ আমেরিকার নিউইয়র্ক শহরে একটি সুতা কারখানার মহিলা শ্রমিকরা কর্মক্ষেত্রে মানবেতর জীবন ও ১২ ঘন্টা কর্মদিবসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। কিন্তু মালিকপক্ষ সরকারের সহযোগীতায় আন্দোলনরত নারীদের মিছিলে পেটোয়া বাহিনীকে সঙ্গে নিয়ে হামলা চালায়। এসময় মালিকপক্ষের পেটোয়া বাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে আসে রাষ্ট্রীয় পুলিশও।
এ ঘটনার ৩ বছর পর ১৮৬০ সালে ওই কারাখানার নিপীড়িত মহিলা শ্রমিকরা ‘মহিলা শ্রমিক ইউনিয়ন’ গঠন করেন এবং সাংগঠনিক ভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। যার ধারাবাহিকতায় ১৯০৭ সালে সর্বপ্রথম কয়েকটি দেশের নারীরা ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং পরের বছরই ক্লারা জেটকিনের নেতৃত্বে বিভিন্ন দেশের ১৫০০ নারী একযোগে নিউইয়র্কে মিছিল করে সারা পৃথিবীর নারীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেয়। মূলত নারী অধিকারকে প্রতিষ্ঠা ও পুরুষের সমান স্বীকৃতি দেওয়ার প্রথম রূপকল্পটি তৈরী হয় সেই ডাককে কেন্দ্র করেই। হিস্টোরি.কম, উইকিপিডিয়া