Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খেলাঘর শিশু-কিশোরদের মাঝে কাজ করে যাচ্ছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরী করা খেলাঘরের কাজ নয়। সমাজ ও রাষ্ট্রের ভেতর মানুষ তৈরী করাই খেলাঘরের লক্ষ্য। ১৯৫২ সালে জন্ম নেয়া খেলাঘর এই স্বপ্ন নিয়ে সারাদেশে শিশু-কিশোরদের মাঝে কাজ করে যাচ্ছে। গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে খেলাঘর হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে খেলাঘর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য লাভলী চৌধুরী প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়। এতে বক্তব্য রাখেন বর্ণমালা খেলাঘরের সভাপতি আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, ডাঃ অসিত রঞ্জন দাশ, সত্যার্থী খেলাঘর আসরের সভানেত্রী অধ্যাপিকা আল্পনা কর্মকার, শায়েস্তাগঞ্জ বর্ণালী খেলাঘরের সভাপতি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, বাহুবল করাঙ্গী খেলাঘর আসরের সহ-সভাপতি আধ্যাপক সামছুল ইসলাম, উমেদনগর খেলাঘর আসরের সভাপতি মোঃ খালেকুজ্জামান, সাংবাদিক মোঃ আব্দুল হালিম, জিয়া উদ্দিন আহমেদ, সুনারু খেলাঘর আসরের সভাপতি বিধান দাশ, বাবলী চৌধুরী ও আসমা খানম হেপী প্রমূখ।
সম্মেলনে খেলাঘর হবিগঞ্জ জেলার ৬টি শাখা আসরের নেতৃবৃন্দ ও ভাই-বোনেরা অংশ নেয়। সকাল ১১টায় প্রতিটি শাখার সভাপতিকে সাথে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে শহীদ উদ্দিন চৌধুরীকে সভাপতি ও দীপুল কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটি গঠিত হয়। খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মণ্ডলীর সদস্যরা হচ্ছেন, আলাউদ্দিন আহমেদ, কবি তাহমিনা বেগম গিনি, ডাঃ অসিত রঞ্জন দাশ, অধ্যাপক তরিকুল ইসলাম ও সুধাংশু সূত্রধর