Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহিদ মিয়া মেম্বারকে খুনের মামলায় জড়ানোর প্রতিবাদে মাধবপুরে সভা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক ইউ/পি সদস্য মোঃ সহিদ মিয়াকে খুনের মামলায় জড়ানোর প্রতিবাদে কালিকাপুর স্কুল মাঠে সর্বদলীয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী রোকন উদ্দিন বিনু মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাসুরা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, বিএনপি নেতা মোঃ অহিদ হোসেন, নাসির উদ্দিন, এডঃ সাজিদুর রহমান সজল, উপজেলা আওয়ামীলীগ নেতা এড. রিয়াজ উদ্দিন তালুকদার সায়েম, সামছুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামিম তালুকদার, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দাল মিয়া, ইউ/পি সদস্য জয়নাল আবেদীন তালুকদার, ইউ/পি সদস্য তাজুল ইসলাম মহালদার, সাবেক ছাত্রদল সভাপতি নজরুল গাজী, জেলা ছাত্রদল নেতা শাহ আজিজুর রহিম, উপজেলা কৃষক লীগের সভাপতি রাশেল পারভেজ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় একটি কুচক্রি মহল ষড়ষন্ত্র মূলকভাবে সহিদ মিয়াকে খুনের মামলায় আসামী করেছে। তাই অবিলম্বে ওই মামলা থেকে তার নাম বাদ দেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, ১৭ ফেব্র“য়ারী দিবাগত রাতে বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের কামাল মিয়া ও তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে জামাতা শায়েস্তাগঞ্জের সোরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়া গুরুতর আহত করে। আহত অবস্থায় কামাল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে ২৪ ফেব্র“য়ারি কামাল মিয়ার ভাই দুলাল মিয়া বাদী হয়ে সহিদ মেম্বারসহ আর ১০জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।