Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গ্রেফতারকৃত রজতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তির ছবি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড করার ঘটনায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায়। গতকাল সে আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের আদেশ অনুযায়ী রজতকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মধ্যসমত গ্রামের মৃত রন রায়ের পুত্র।
পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর হনুমানের মুর্তির ছবি প্রতিস্থাপন করে ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় গত ১৯ ফেব্র“য়ারী তার ফেসবুকে আপলোড করে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তৎক্ষণাৎ হাজার হাজার জনতা ইনাতগঞ্জ মধ্য বাজারে রজত রায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে রজতের ফাঁিসর দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ রজত রায়কে গ্রেফতার করে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ ইকবাল হোসেন রজত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানান। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রজত রায়কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই রজত রায় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় গতকাল তাকে আদালতে হাজির করা হয়। এসময় সে বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে আদালতকে জানায়, অসাবধানতা বশত ছবিটি তার ফেইসবুক আইডিতে পোষ্ট হয়ে যায়।