Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমাম মাওঃ মহিউদ্দিনের স্মরণসভা বক্তারা ॥ ডাঃ কায়ছার ও ডাঃ বজলুসহ দোষীদের শাস্তি ও প্রত্যাহার দাবী

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইমাম মাওঃ মহিউদ্দিনের স্মরণসভা গতকাল বুধবার বিকাল ৪টায় রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রিচি গ্রাম পঞ্চায়েত সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ’র সভাপতিত্বে ও মাওঃ ইউসুফ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওঃ গোলাম সরওয়ার। বক্তব্য রাখেন রিচি যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই, ডাঃ বরকত আলী, কাজী আঃ রাজ্জাক, হাজী মোঃ মসকুদ আলী, নায়েব হোসাইন, ইমাম কাজী আঃ কাইয়ুম, মেম্বার কাজল আহমেদ, মেম্বার রইছ আলী, মেম্বার আঃ জলিল দুলাল, নুর মোহাম্মদ খান, হাজী মোঃ জিতু মিয়া, কাজী মোঃ কামাল উদ্দিন, মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, রুহুল আমিন, মাওঃ আঃ কাইয়ুম আল কাদরী, মাওঃ জাফর উল্লা, মাওঃ ছাদিকুর রহমান, আঃ ওয়াহিদ মনির ও জেলা কৃষকলীগ নেতা কাজী মাসুক প্রমুখ।
সভায় বক্তারা ইমাম মাওঃ মহিউদ্দিনের জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাঃ কায়ছার ও ডাঃ বজলুর রহমান সহ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যাহার দাবী করেন। বক্তরা বলেন, রিচি হাজী ইনছান উল্লা জামে মসজিদের ইমাম মাওঃ মহিউদ্দিন বিগত ২৫ ফেব্র“য়ারী সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের অবহেলার কারণে বিনা চিকিৎসায় ইমাম মারা খবরে আত্মীয় স্বজন সহ মুসল্লীরা হাসপাতালে ছুটে এসে ডাক্তার ও স্টাফদের আচরণের করেন। এসময় হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি ও মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজার হস্তক্ষেপে বিষয়টি নিরসন হয়। কিন্তু পরদিন সকল স্থানীয় পত্রিকায় ডাক্তারদের অবহেলার কারণে রোগীর মৃত্যুর খবরটি প্রকাশিত হলে ডাক্তারগণ নিজেদের দোষ ধামাচাপা দিতে হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে মিথ্যা বিবৃতি প্রদান করেন।