Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর মজলিশপুরে গ্রামের লছ মিয়ার আস্তানা থেকে গৃহকর্মী উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রাম থেকে লেছু মিয়ার আস্তানা থেকে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। আদালতের নির্দেশে গত মঙ্গলবার গভীররাতে সদর থানার এসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশ লেছু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় গৃহবধু শারমিনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা যায়, ১০ বছর আগে সদর উপজেলার সুলতানশী গ্রামের আঙ্গুর আলীর কন্যা শারমিন আক্তার (২৫) কে বিয়ে দেয়া হয় মজলিশপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র লেছু মিয়ার সাথে। বিয়ের পর থেকেই লেছু মিয়ার প্রকৃত রূপ প্রকাশ পায়। সে কারণে অকারণে যৌতুকের জন্য শারমিনকে মারপিট করে। এক পর্যায়ে শারমিনের পিতা জমি বিক্রি করে ২ লাখ টাকা লেছু মিয়াকে প্রদান করেন। এরপরও লেছু মিয়ার পাষান হৃদয়ে শারমিনের জন্য মায়া হয়নি। এক পর্যায়ে লেছু মিয়া ডাকাতিসহ বিভিন্ন অপরাধের জড়িয়ে পড়ে। সম্প্রতি শারমিনকে যৌতুকের জন্য মারপিট করে বাড়িতে আটকে রাখে। বিষয়টি শারমিন তার পিতা আঙ্গুর আলীকে জানায়। তিনি গত মঙ্গলবার আদালতে মামলা দায়ের করলে আদালত শারমিনকে উদ্ধারের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করে।