Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় আলমগীর চৌধুরী ॥ ভাষা আন্দোলনেই বাংলাদেশ স্বাধীনতার বীজবপন করে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, ভাষার উপর আঘাত হেনে পাকিস্তানী বাহিনী চেয়েছিল বাঙালি জাতিকে ধাবিয়ে রাখবে। কিন্তু আমরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে ভাষার অধিকার ছিনিয়ে এনেছি। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পৃথিবীর কোন দেশেই ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন উদাহরণ নেই। এটা শুধু বাঙালিদেরই আছে।
তিনি গতকাল রবিবার সন্ধায় জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আফিল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ শেবুল আহমেদ ও বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ আজিজ। সভার শুরুতে ভাষা আন্দোলনের শহীদ ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।