Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাতিরাবাদ বসুন্ধরা সংসদের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ বসুন্ধরা সংসদের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ১২তম বার্ষিক মোটর সাইকেল কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নাতিরাবাদ মাঠে বঙ্গবন্ধু ফাইটার্স বনাম সুপার ইগল এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু ফাইটার্স চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করতে নেমে ১৮১ রান করে সুপার ইগল। ১৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয়ের লক্ষে পৌছে যায় বঙ্গবন্ধু ফাইটার্স। নির্ধারিত ২০ ওভাবে ১৮২ রান করে। খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মইন উদ্দিন তালুকদার সাচ্চু ও ইমরান আহমেদ বাপ্পি।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা সংসদের সভাপতি কাউন্সিলর জুনায়েদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য এডভোকেট এনামুল হক সেলিম, কাউন্সিলর আবুল হাশিম, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, হরিপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী রমিজ আলী, বিশিষ্ট মুরুব্বি আমিনুল ইসলাম রফিক, আলহাজ্ব আব্দুল মন্নান টেনু, সিরাজুল ইসলাম মনফর, বাবু নিতেন্দ্র সুত্রধর, আলহাজ্ব তৈয়ব আলী, আলহাজ্ব খুর্শেদ আলী, হোসাইন আহমেদ কাজল, আলহাজ্ব সোয়াই মিয়া, মোঃ আব্দুস সালাম, মোঃ কিম্মত আলী, মোঃ আব্দুল মন্নাফ, ফয়সল আহমেদ, মোঃ নুরু মিয়া, মোঃ সফর আলী, নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি আবু সাঈদ বিপ্লব, সহ সভাপতি মোঃ শামছু মিয়া, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, আব্দুল খালেক টেনু, সাবেক কমিশনার শামছু মিয়া, ফখরুল আলম বাবুল, আব্দুল খালেক, মোঃ রকিব উদ্দিন।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মুহিউদ্দিন শিপন, মহিবুল ইসলাম সুমন, এমদাদুল হক চৌধুরী লিটন, মনিরুজ্জামান লিটন, মোঃ ছালেক মিয়া, পলাশ সুত্রধর, রায়হান, নাজমুল ইসলাম, মামুন মিয়া।