Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের শশ্মানঘাট এলাকায় অচেতন অবস্থায় হায়দার উদ্ধার

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শশ্মানঘাট এলাকা থেকে মোঃ দেওয়ান হায়দার আলী ওরফে শিকল বাবা (৬৫) কে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে ওসির আর্থিক সহযোগিতায় অবশেষে সু¯ হয়ে উঠেছেন শিকল বাবা। গতকাল রবিবার বিকাল ৩টায় শশ্মানঘাট এলাকার একটি রাস্তায় শিকল বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ সুপার বিষয়টি সদর থানাকে অবগত করেন। খবর পেয়ে ওসি পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তার কোন স্বজন থাকায় ওসি ইয়াছিনুল হক নিজ খরচে শিকল বাবার চিকিৎসা করান। রাত ৮টায় শিকল বাবার জ্ঞান ফিরে আসে। এ সময় তিনি পুলিশ ও সাংবাদিকদের জানান, তার নাম মোঃ দেওয়ান হায়দার আলী খান জালালী ওরফে দরবেশ আলী। তার পিতার নাম মৃত মাহতাব আলী খান। বাড়ি বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে। তিনি শৈশবকাল থেকে গৃহত্যাগ করেন এবং সিলেটের শাহজালাল (রহ) এর মাজারে আশ্রয় নেন। এক পর্যায়ে বেগম জামিলা খাতুন নামের এক মহিলাকে বিয়ে করেন। তিনি গত শনিবার বিকেলে দেওয়ান মাহবুব রাজার ওরসের উদ্দেশ্যে হবিগঞ্জে আসেন। হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নামার পর তার কিছু মনে নেই। কে বা কারা তাকে শশ্মানঘাট এলাকায় নিয়ে গেছে তাও তিনি জানেন না। তিনি ইতোপূর্বে বায়েজীদ বোস্তামী, আজমিরীর শরীফসহ বিভিন্ন মাজার পরিদর্শন করেন। তিনি অলি আওলিয়ার ভক্ত। খবর পেয়ে বাড়ি থেকে তার স্ত্রী বেগম জমিলা খাতুন হাসপাতালে ছুটে এসেছেন। এ খবর শহরে ছড়িয়ে পড়লে শত শত জনতা তাকে একনজর দেখার জন্য সদর হাসপাতালে ভিড় জমায়। এ ব্যাপারে ডাঃ মিঠুন রায় জানান, বর্তমানে তিনি শংকামুক্ত। তবে সময় মত হাসপাতালে আনা না হলে দুর্ঘটনা ঘটতো। তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেছে বলে তার ধারণা।