Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ডেন্টাল জোন-এর চৌদ্দ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডেন্টাল জোন সর্বাধুনিক প্রযুক্তির ডেন্টাল চিকিৎসার মাধ্যমে চৌদ্দ বছর অতিক্রম করেছে। ডেন্টাল জোন শহরের পিটিআই রোডে অবস্থিত অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত একটি ওরাল ও ডেন্টাল ক্লিনিক। এখানে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ডেন্টিষ্ট্রি) ও বিভাগীয় প্রদান ডাঃ সঞ্চয় রায় চৌধুরী (জয়)। উল্লেখ্য, ডাঃ সঞ্চয় ২০০২ সালে বি.ডি.এস ডিগ্রী এবং ২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে দন্ত চিকিৎসায় অত্যন্ত সম্মানসূচক ডি.ডি.এস ডিগ্রী লাভ করেন। ২৫তম বি.সি.এস-এর মাধ্যমে ২০০৬ সালে তিনি সরকারী চাকুরীতে যোগদান করেন। দেশ-বিদেশের বহু জার্নালে তার অনেক গবেষণাধর্মী লেখা সর্বমহল কর্তৃক প্রশংসিত হয়েছে। তিনি একাধারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্স অনুষদের পরীক, প্রশ্নকর্তা এবং মডারেটর। জানা যায়, ডেন্টাল জোনে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেরিলাই জেশনের ব্যবস্তা, যার মাধ্যমে সব ধরণের জীবাণ ধ্বংস করা সম্ভব। ফলে এখানে এক রোগী থেকে অন্য রোগীতে ইনফেকশন ছড়িয়ে পরার বা ক্রস ইনফেকশনের কোন সুযোগ নেই। চিকিৎসা ও স্টেরিলাই জেশনের সর্বাধুনিক সুবিধা বিদ্যমান থাকায় ডেন্টাল জোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ডি.জি. হেলথ-এর অনুমোদন লাভ করেছে। এখানে গরীব ও দুঃস্থ রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডেন্টাল জোনের চৌদ্দ বছর পূর্তি উপলে মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেক-আপ এর ব্যবস্থা করা হয়েছে। আগ্রহীদেরকে ০১৮১৮-১০৮২৩১ নাম্বারে ফোন করে বিস্তারিত জানার জন্য অনুরোধ করা হয়েছে।