Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অতিরিক্ত গাজাঁ পানে যুবকের মৃত্যু ॥ লাশ ফেলে পলায়ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ওরসে এক যুবকের রহস্যজনক প্রাণহানি ঘটেছে। যুবকের মৃত্যুর পর কে বা কারা লাশ এনে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গাজাঁ পানে তার মৃত্যু হয়েছে। পরে অবশ্য নিহতের আত্মীস্বজন হাসপাতাল থেকে লাশ নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করেছে। নিহত যুবকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বিরামচর গ্রামে। সে ওই গ্রামের আতিক মিয়ার পুত্র আবুল কালাম (৫০)। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোরে। জানা যায়, রবিবার ভোরে কে বা কারা একটি টমটমে করে আহত এক যুবককে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে লাশ ফেলে তারা পালিয়ে যায়। দুপুর ১২টার দিকে নিহতের আত্মীয়স্বজন এসে হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যায়। চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বরাব্দা হক শাহ মওলার বার্ষিক ওরস ছিল শনিবার দিবাগত রাতে। ওরসে ঐ যুবক অতিরিক্ত গাজাঁ পানে তার মৃত্যু হয়। চুনারুঘাট থানার এস.আই কাশি শর্মা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।