Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাতাকে মার্চ থেকে উপবৃত্তি দেয়া হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দুরদর্শীতার ফলেই দেশ আজ সমৃদ্ধ। তিনি বলেন, আমরা ছাত্র ছাত্রীদের পাশাপাশি প্রাথমিক স্কুলে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মাকেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ মার্চ থেকে উপবৃত্তি প্রদান করবো। যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার দুপুরে লোকড়া ইউনিয়নের লোকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল লাঞ্চ বক্স বিতরণ ও শ্রীশ্রী শ্মশানকালী মন্দিরে উদ্বোধনী উপলক্ষে পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও লেখাপড়ার সুযোগ পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। লোকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল লাঞ্চ বক্স বিতরণ অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুন নূর জাহির মেম্বার ও শ্রীশ্রী শ্মশানকালী মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্রাম আলী ও বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বন বিহারী রায়, বিজয় রায়, সংগ্রাম রায়, শঙ্কর রায়, আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী, খলিল মিয়া, কুদ্দুছ মিয়া, শহীদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ রায়।