Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্র“তি সুস্থ সবল মেধাবী জাতি এই স্লোগানকে সামনে নিয়ে গতকাল শনিবার প্রাণি সম্পদ নবীগঞ্জ অধিদপ্তর নবীগঞ্জ উপজেলার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা হলরুমে সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র নাথের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সামছুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রাণি সম্পদ অফিসের মিজানুর রহমান মিজান, আলতাফ চৌধুরী, একমির ভেটেরিনারী অফিসার জাহাঙ্গীর আলম। আলোচনা পূবেই উপজেলার সামন থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় কোরআন তেলায়ত করেন মোঃ সিদ্দিকুর রহমান, গীতাপাঠ করেন জিতেন্দ্র সরকার। আলোচনা ও র‌্যালীতে অংশ নেন নবীগঞ্জ উপজেলার গরু, হাঁস, মুরগি পাখিসহ প্রায় শতাধিক খামারী।