Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাহবুব রাজার ওরসে মহিলা শিল্পী নিষিদ্ধ ॥ ৬ কাফেলা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ আসছে আগামী ১৭, ১৮ ও ১৯ ফাল্গুন দেওয়ান মাহবুব রাজার বাৎসরিক ওরস। এই ওরসে মহিলা শিল্পীদের সকল প্রকার গানের কাফেলা নিষিদ্ধ করেছে মাজার পরিচালনা কমিটি। এদিকে মহিলা শিল্পী দিয়ে গান পরিবশেন করতে না পারার কারণে উমেদনগরের ৬টি কাফেলা বন্ধ করে দিয়েছে কাফেলা কর্তৃপক্ষ। ৬টি কাফেলার কতৃর্পক্ষ এক বিবৃবিতে এ সিদ্ধান্ত জানান।
বিবৃতিদাতাগণ হলেন- উমেদনগর হৃদয়ের বন্ধন কাফেলার মোঃ রজিম আলী, মোঃ ইউনুফ আলী ও দ্বীন ইসলাম, হযরত দেওয়ান মাহবুব রাজা (রঃ) ভক্ত সংঘ কাফেলার মোঃ হাফিজুর রহমান হাফিজ চিশতী, মোঃ সুমন, ফটিক ও গোপাল রায়, উমেদনগর নিউ একতা কাফেলার ফারুক মিয়া, নাছির উদ্দিন বাবু ও তাজুল ইসলাম, উমেদনগর সোনার বাংলা কাফেলার রেহান উদ্দিন বেনু, বিপুল রায়, ও কালাম, উমেদনগর ভক্ত মহল কাফেলার আব্দুর রহমান ইদু ও আলমগীর, উমেদনগর নিউ হৃদয়ের বন্ধন কাফেলার মোঃ আমজাদ হোসেন, মোঃ মকসুদ আলী ও মিরাশ।
বিবৃতিতে বলা হয়, শাহ্ সুফি হযরত দেওয়ান মাহবুব রাজা চিশতী (রহঃ) এর মাজার শরীফ ওয়াকফ এষ্টেট পরিচালনা কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হইয়াছে যে, আগামী ১৭, ১৮ ও ১৯ শে ফাল্গুন অনুষ্ঠিত ওরস মোবারকে মহিলা শিল্পী দ্বারা গান বাজনা করা যাবে না। আমাদের সকল কাফেলা যেহেতু পুরুষ শিল্পির স্বল্পতার দরুণ মহিলা শিল্পির উপর নির্ভরশীল। তাই শিল্পির অভাবে আমরা ওরসে আমাদের উমেদনগর গ্রামের ৬টি উল্লেখিত কাফেলা বন্ধ করিয়া দিতে বাধ্য হইয়াছি।
আমাদের অনিচ্ছা স্বত্ত্বেও মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্তের আলোকে কাফেল বন্ধ করিয়া দেওয়ার জন্য সকল ভক্ত, আশেকান, জাকেরানও সকল সহযোগিতাকারীর নিকট আমরা আন্তরিকভাবে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি। সেই সাথে উমেদনগর গ্রামের বাহির হইতে যারা মহিলা শিল্পি নিয়ে কাফেলা করনে তাদেরকেও কাফেলা করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।