Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহজিবাজার রাবার বাগানে সিবিএ নির্বাচন ॥ আল আমিন-ইদ্রিস প্যানেলের নিরঙ্কুশ জয়

স্টাফ রিপোর্টার ॥ জাকজমকপূর্ণ পরিবেশে বনশিল্প উন্নয়ন করপোরেশন (বশিউক) শাহজিবাজার রাবার বাগান সিবিএ-২০১৭ এর নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে আল আমিন-ইদ্রিস আলী পরিষদের পূণপ্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করেন। নির্বাচনে বশিউক শাহজিবাজার রাবার বাগান শ্রমিক কর্মচারি ইউনিয়ন রেজিঃ-১৭৪০, আল আমিন-ইদ্রিস আলী পরিষদ ও বর্তমান সিবিএ বাহার আলী-আক্তার পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োক করেন। ১৭২ ভোটের মধ্যে সভাপতি পদে মোঃ আল আমীন আলম ১০১ পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সভাপতি খাদেম বাহার আলী শাহ পান মাত্র ৭১ ভোট। এতে আল-আমিন আলম বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। সাধারণ সম্পাদক পদে ১৭২ ভোটের মধ্যে আল আমীন ইদ্রিস পরিষদের ইদ্রিস আলী ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আক্তার মিয়া পান ৭৬ ভোট। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল ওহাব খান, আরব আলী, সহ-সাধারণ সম্পাদক মহিবুর রহমান, আব্দুল বারেক, কোষাধক্ষ্য শাহজাহান মিয়া (৪), সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, দপ্তর সম্পাদক কামাল মিয়া, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন ও প্রচার সম্পাদক পদে আব্বাস মিয়াসহ আরো জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। আগামী ২ বছর উক্ত নির্বাচিত কমিটি শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ও তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য কাজ করবে। নব নির্বাচিত সভাপতি আল-আমিন আলম শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি ঘোষনা দিয়ে বলেন, সব ধরনের লুটপাট, দুর্নীতি বন্ধ করে শ্রমিক-কর্মচারি ভাইদের ন্যায্য অধিকার প্রদান, মূল্যায়ন ও জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে নিরলসভাবে আমি কাজ করে যাব। তাকে নির্বাচিত করার তিনি সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ।