Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিবরিয়া হত্যা মামলা আসামী জলিল একযুগ পর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, কিবরিয়া হত্যা মামলায় আব্দুল জলিল চার্জশিটভূক্ত আসামী। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে শুরু থেকেই কখনও এক জায়গায় অবস্থান করতো না।
গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরীর পুলিশ অভিযান চালিয়ে তাকে ভোররাতে গ্রেফতার করে। বেলা ২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে সহকর্মীদের নিয়ে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে আসা মাত্রই বিকট শব্দে আর্জেস গ্রেনেড আঘাত হানে কিবরিয়ার উপর। গ্রেণেডের আঘাতে শাহ এএমএস কিবরিয়া, তৎকালীন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ আরো অন্তত ৭০ জন নেতাকর্মী আহত হন। ওই গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। ঘটনার হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।