Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাসায় ফেরা হলনা আকাশের আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ চাল কিনে বাসায় ফেরা হলনা শিশু আকাশের। পথিমধ্যে প্রাণ কেড়ে নিল একটি ঘাতক বাস। গত ২১শে ফেব্র“য়ারী ঢাকা সিলেট মহা-সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া রোডের প্রবেশমুখে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম সদরের পূর্ব অষ্ট্রগ্রামের ফেরিওয়ালা আয়াজ আলীর পুত্র। দেওতৈল আবাসিক

এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে চাল ক্রয় করে দিন মজুর আয়াজ আলী ও তার পুত্র দেওতৈল আবাসিক এলাকায় ফিরছিলো। পথিমধ্যে সড়ক পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মিতালী পরিবহন পেছন থেকে দ্রুতগতিতে তাকে চাপা দিলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ খবরে দেওতৈল, দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানাসহ আউশকান্দি এলাকার কয়েক সহস্রাধীক উত্তেজিত জনতা প্রায় সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, আউশকান্দি ইউ,পি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান, হাইওয়ে ওসি বিমল আচার্য্যসহ পুলিশের উপস্থিতিতে উত্তেজিত এলাকাবাসীর সাথে সমঝোতা বৈঠকের পরে অবরোধ প্রত্যাহার করা হয়।