Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অনলাইনেব মূল্য সংযোজন কর ও ভ্যাট আইন ও শুল্ক আইন বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ অনলাইনো মূল্য সংযোজন কর ও ভ্যাট আইন ও শুল্ক আইন বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে হবিগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন সিলেট বিভাগের কাস্টমস কমিশনার মোঃ শফিকুল ইসলাম ।
উদ্বোধনকালে তিনি বলেন, অনলাইনে কর দিতে ২৫০ কোটি টাকা ব্যায়ে সফটওয়ার তৈরির হচ্ছে। সফটওয়ার এর কাজ শেষ হলে সারা দেশের করদাতাগন ঘরে বসে আয়করসহ যাবতীয় কার্য়ক্রম করতে পারবে। এছাড়া ভ্যাট, কর ও শুক্ল নতুন আইন ২০১২ সম্পর্কে ধারনা দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর উদ্যোগে প্রায় ১শ প্রশিক্ষনার্থী অংশ নেন।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন প্রজেক্ট ভ্যাট এর ডেপুটি কমিশনার কামনা শিষ ও হবিগঞ্জ চেস্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্টে মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের ব্যাবসায়ীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।