Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে আলোচিত নাহিদা হত্যা মামলার আসামী কারাগারে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আলোচিত নাহিদা হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালেকের জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরন করেছেন আদালত। বুধবার মাধবপুর আমলী আদালত-৬ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ আগষ্ট মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ভাগিনি নাহিদাকে হত্যা করে আব্দুল মালেক গংরা। পরে তৎকালীন ইউ/পি সদস্য আব্দুল মতিনকে প্রধান আসামী করে ৫৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আব্দুর রহিম। অপর দিকে নিজের ভাগিনিকে হত্যা করে অন্যকে ফাঁসানোর অভিযোগ এনে আব্দুল মতিনের স্ত্রী তুলি চৌধুরী হবিগঞ্জ আদালতে (সিআর২৫/২০১৬) মামলা দায়ের করেন। মামলাটি হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ তদন্ত করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল করিম আসামীর বিরুদ্ধে গত ২ ফেব্র“য়ারী অভিযোগপত্র দায়ের করেন। বিচারক অভিযোগ পত্রটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার প্রধান আসামী আব্দুল মালেক আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন।