Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শান্তি শৃংখলা রক্ষায় আলেম উলামাদের সাথে প্রশাসনের সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইনাতগঞ্জে ক্বাবা শরীফ নিয়ে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে শান্তি শৃংখলা রক্ষা ও পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার, আলেম উলামা, ইমাম শিক্ষক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সহকারী কমিশনার ভূমি জীতেন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগের সারাধন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, শিক্ষক ছাদেক হোসেন, আব্দুস সালাম, সাজাদ্দুর রহমান, সামসূল হক, শাহ মাহবুব আহমেদ, লুৎফুর রহমান, মাও আব্দুর রকিব হাক্কনী, আব্দুর নুর, মাওঃ সোলেমান আলী, মাসুম বিল্লাহ আতিকী, ক্বারী মোঃ মাহমুদ মিয়া, মাওঃ আব্দুল মজিদ, হাফেজ নুরুল ইসলাম, আঃ কাইয়ুম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন ধর্মীয় অনুভতি আঘাতকারী রজত রায়কে আইনের আওয়ায় নিয়ে আসা হয়েছে আইনানুগভাবে তার বিচার কার্যক্রম হবে। এই ইস্যুকে কেন্দ্র করে যাতে উপজেলায় কোন ধরনের ঘটনার সৃষ্টি না হয় সেদিকে সকলের নজর দেয়া ও প্রত্যক মসজিদ মাদ্রাসার নিজ নিজ এলাকার পরিবেশ যাতে সুন্দর ও স্বাভাবিক তাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।