Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম শুভ জন্ম মহোৎসব পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সৎসঙ্গ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২দিন ব্যাপী যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯ তম শুভ জন্ম মহোৎসব গত শুক্রবার ও শনিবার স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল ব্রাহ্মমুহুর্তে ঊষাকীর্ত্তন, ভোরের প্রার্থনা, সকাল ৮ টায় যুগ পুররুুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ বর্নাঢ্য মঙ্গল শুভাযাত্রা, শ্রীশ্রীঠাকুর পূজা, ভোগরাগ ও নিবেদন, মাতৃসম্মেলন, শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে লীলা সংকীর্ত্তন, ধর্মসভা, সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠ, ভক্তিমুলক কীর্ত্তন ও আনন্দ বাজারে প্রসাদ বিতরণ।
উৎসব কমিটির সভাপতি তাপস চন্দ্র বণিক, সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন ও সহ-সভাপতি রসময় শীলের সভাপতিত্বে এবং উৎসব কমিটির সাধারণ সম্পাদক শংকর চন্দ্র গোপের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-হবিগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সৎসঙ্গ বিহারের প্রাক্তন অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য্য এসপিআর ও সিলেট সৎসঙ্গ বিহারের ইনচার্জ অধ্যক্ষ আশুতোষ দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রতন কুমার বণিক এসপিআর, সুকুমার দাশ এসপিআর, সুদিপ দাস এসপিআর, যাজক পীযুষ চন্দ। ধর্মসভার প্রধান আলোচক ছিলেন পীযুষ কান্তি দাশ, সহকারী রেজিষ্টার, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ও মাতৃসম্মেলনের প্রধান আলোচক প্রভাষক শ্রীমতি সুইটি রানী শীল,পাহারপুর কলেজ।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি তাপস চন্দ্র বণিক, সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, অরুন বিজয় দাশ, রসময় শীল, সম্পাদক শংকর চন্দ্র গোপ, সজল চন্দ্র দাশ (প্রঃ শিঃ), বৌদ্ধ গোপ, নয়ন দাশ, মিহির লাল সরকার, রাখাল চন্দ্র দাস, তনয় কান্তি গোপ, পলাশ দাশ, সুব্রত কুমার দাশ, নয়নমনি সরকার, গৌরমোহন দাশ, এড. মনি শংকর সরকার, সুবোধ দাশ তালুকদার, প্রনব দেব, লিটন শীল, প্রদীপ দাশ, বিজয় সরকার জয়, দিপক পাল, সুশান্ত চন্দ, বিজিত চন্দ্র দেব, সুজিত মালাকার, রাহুল দাশ, নারায়ন গোপ, রতিশ চন্দ্র দাশ, দিনময় দাশ, নিদেশ চন্দ্র দাশ, রবিন্দ্র দাশ সেলাই, বনানী দাশ, লক্ষী মজুমদার, রীনা রানী পাল, শিপ্রা রানী সরকার, বিথীকা রানী পাল, স্বপ্না রানী দাশ, সদস্যগণ হলেন জীবন ভট্টাচার্য্য, পল্লব আচার্য্য, সুমন দাশ, লক্ষন বৈদ্য, মহিতোষ পাল, বাবুল দেব, দীপংকর গোপ, জয়হরি দেব, জন্টু দাশ, মিহির দাশ, নারায়ন চন্দ্র দাশ, উত্তম সরকার, শংকর সরকার, যাদব সুত্রধর, যুবরাজ দাশ রাকু, বিপুল দাশ, ঈষি প্রসাদ গোপ দীপ্ত, সজল দেব, শান্ত রায়, সতেন্দ্র মালাকার, গোপাল সরকার, গোপেন্দ্র শীল, বিশ্বজিৎ চন্দ, গঙ্গেশ চন্দ্র দাশ, মহিতোষ সরকার অনিক, দুর্জয় বণিক অর্পন, হৃদয় শীল, দেবতোষ পাল, রনি গোপ প্রমূখ। মহোৎসবে ৬৬জন সৎনাম এর দীক্ষা গ্রহণ করেন। অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।