Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সীমানা নিয়ে বিরোধ দু’দলের সংঘর্ষে আহত ২৫

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল সোমবার সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বরগ গ্রামের শানু মিয়া ও ফররুক মিয়ার মধ্যে বাড়ীর সীমানা বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরগ গ্রামের শানু মিয়া ও ফররুক মিয়ার মধ্যে বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে রোববার রাতে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ২৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোঃ সাজিদ মিয়া (৪৫), জুয়েল মিয়া (১৮), আফজাল মিয়া (১৮), সজল মিয়া (২০), আনিছ মিয়া (২৬), সোহেল মিয়া (২০), আলী আকবর (৪২), নিলুফা বেগম (১৮), সেলিনা বেগম (৩০), জাহানারা বেগম (৩২), মনোয়ারা বেগম (৪০), হাজেরা বেগম (৫০), মঙ্গল চাঁন (৫০), শিরু মিয়া (৬০), মাফুজ মিয়া (২৫) ও মাফিয়া খাতুন (২০)কে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন জানান-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনও কেউ মামলা দেয়নি।