Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক এর নেতৃত্বে বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রহসনের নির্বাচন বাতিল, সারাদেশে গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের মুক্তিদাবীতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিন করে চৌধুরী বাজার পয়েন্টে পথসভায় মিলিত হয়। সৈয়দ মুশফিক আহমেদ-এর সভাপতিত্বে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরী, মাকসুদুর রহমান উজ্জ্বল, সিনিয়র সদস্য মোঃ ফারুক আহমেদ, হারুনুর রশীদ হারুন, আবুল খায়ের অপু, আরিফে রাব্বানী টিটু, এডঃ গোলজার খান, হাবিবুর রহমান হাবিব, মাহফুজুর রহমান খোকন, হাফিজুল ইসলাম, পাপন চৌধুরী, এম এ রুমেল, মহিবুর রহমান সুমন, ফেরদৌস তালুকদার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি, মোঃ সাইদুর রহমান, রাসেল মোল্লা, মোঃ আল আমিন, আজিজ সিদ্দিকী, রিফাত চৌধুরী মিল্লাদ, সজল চৌধুরী, শাহ আলম হোসাইন, জিবলু আহমেদ, মোঃ শাহ আলম, ইকবাল হোসেন, কায়েস মোন্তাকিম, রুবেল খান, জাকারিয়া রুবেল, আল আমিন, মোহন চৌধুরী, ফখরুল হাসান মুহিত, লিটন আহমেদ, উচ্ছাস সওদাগর, মোছাব্বির চৌধুরী, মোঃ আব্দুস সালাম, হালিম, মিয়া মোঃ জাহেদ, সোহাগ, বিলাল, জসিম, শুভ, জাকারিয়া, ইউনুস মিয়া, নোবেল ও জীবন প্রমুখ।
বক্তারা বলেন, ভারতের প্রেক্সিপশন নিয়ে সরকার দেশ চালাচ্ছে, যা আমাদের স্বাধীনতার জন্য হুমকির সম্মুখিন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে তা আমরা মেনে নিতে পারি না। বক্তারা সকল কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।