Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা সমাজসেবার কার্যক্রম কি?

স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হবিগঞ্জ সদর হাসপাতালে কাজল মিয়া (৫০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অভিযোগ উঠেছে, স্বজন না থাকায় হাসপাতালের পক্ষ থেকে ওই ব্যক্তিকে ঔষধপত্র দুরের কথা তাকে কোন ধরণের চিকিৎসাও দেয়া হচ্ছে না। ফলে তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে আসা রোগীরা অভিযোগ করেন নিয়ম অনুযায়ী জেলা সমাজ সেবার পক্ষ অসহায় রোগীর সার্বিক সহযোগীতা করার কথা। কিন্তু এ রোগীর ক্ষেত্রে কর্র্তৃপক্ষ একেবারেই উদাসিন। তারা প্রশ্ন রাখেন, তাহলে জেলা সমাজসেবার কার্যক্রম কি?
জানা যায়, গত রবিবার ভোরে শায়েস্তাগঞ্জ জংশনের প্লাটফর্ম থেকে পুলিশ অজ্ঞান অবস্থায় কাজল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর থেকে ওই ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে পড়ে থাকেন। বিকালের দিকে ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসে বলে জানান পাশে থাকা রোগীর স্বজনরা। কিন্তু তার জ্ঞান ফিরে এলেও হাসপাতালের পক্ষ থেকে কোন খোজ খবর নেয়া হচ্ছে না তার। সরকারি নিয়মানুসারে অজ্ঞাত কোন রোগী এলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদানের নিয়ম রয়েছে। হাসপাতালের সমাজসেবা বিভাগ থেকে বিনামূল্যে ঔষধ সরবরাহের কথা থাকলেও ওই ব্যক্তির ক্ষেত্রে কোন কিছুই পালন করছেন না হাসপাতাল কর্তৃপক্ষের কেউ। রাত ৯টায় কাজল এ প্রতিনিধিকে জানান, ক্ষুধায় তিনি ছটফট করলেও হাসপাতাল থেকে কোন খাবার দেয়া হয়নি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধ্যমত তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।