Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা হবিগঞ্জে স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ওলামা লীগের মিজানী গ্র“প ও হেলালী গ্র“পসহ কয়েকটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা হবিগঞ্জে স্থগিত ঘোষণা করলেন এমপি আবু জাহির। গত শনিবার বেলা ৩টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা ওলামালীগের সভাপতি মাওঃ আব্দুল মজিদের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাধারণ স¤পাদক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সভায় জেলা ওলামালীগের অগ্রগতি নিয়ে আলোচনা করে এমপি আবু জাহির বলেন, আমি ২০০৯ ও ২০১২ সালে আওয়ামী লীগকে সাথে নিয়ে হবিগঞ্জের আলেম ওলামাদেরকে নিয়ে আওয়ামী ওলামালীগ গঠন করি। এরপর থেকে ওলামালীগের কার্যক্রম হবিগঞ্জে অব্যাহত আছে। এই অগ্রযাত্রাকে কতিপয় ভূয়া কমিটির নামে ব্যাহত করার কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বিগত সময়ে বহিষ্কৃত দুই জনের বহিস্কার প্রত্যাহারকে সমর্থন করে আগামী তিন মাসের মধ্যে সকল উপজেলায় কার্যকরী কমিটি করতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদকসহ সম্পাদকমন্ডলীর প্রতি নির্দেশ প্রদান করেন। আগামী তিন মাস পর জেলা ওলামালীগের সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি। সেই সাথে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং লাখাই ও সদর উপজেলায় ভূয়া কমিটি গঠনের অপচেষ্টায় লিপ্ত থাকায় বহিস্কৃত গোলাম মোস্তফাকে ১৫ দিনের মধ্যে জেলা কমিটির পক্ষ থেকে শোকজ করে জবাব চাইতে নির্দেশ দেন। এছাড়া এমপি আবু জাহির কেন্দ্রীয় ওলামালীগের মিজানী গ্র“প ও হেলালী গ্র“পসহ কয়েকটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা হবিগঞ্জে স্থগিত ঘোষণা করেন। ওলামালীগের জরুরী সভায় অংশগ্রহন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিল, মাওঃ লুৎফুর রহমান হেলালী, মাওঃ আমিনুল হক, মাওঃ আবু ইউসুফ, মাওঃ আব্দুল নূর প্রমূখ।