Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসব

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৩ বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকের বাদ্য ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে উৎসবের শুভ সূচনা করবেন জেলা প্রশাসক সাবিনা আলম। এর পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চলবে এই উৎসব। এই উৎসবে জেলা শিল্পকলা একাডেমী, সুরবিতান ললিতকলা একাডেমি, খোয়াই থিয়েটার, বর্ণমালা খেলাঘর আসর, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, সহযাত্রী নাট্য সমাজ, বামবক্ষ, নৃত্যভূমি, চারুকন্ঠ, বিহঙ্গ সংগীত নিকেতন, আনন্দবাজার সাংস্কৃতিক পরিষদসহ জেলার বিভিন্ন স্থানের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়াও সিলেট থেকে আগত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের অন্যতম শির্ষ্য বাউল সূর্যলাল দাশ এবং হবিগঞ্জের বাউল ফারুক দেওয়ান এতে অংশগ্রহণে করবেন। হবিগঞ্জের সর্বস্তরের জনসাধারনকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসবে জেলা শিল্পকলা একাডিমীর ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা। রাজনগরস্থ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতার বিভাগ, বিষয় ও মাধ্যম নিম্নরূপ:
‘ক’ বিভাগ-প্লে থেকে ২য় শ্রেণি : বিষয় : ইচ্ছেমত।
‘খ’ বিভাগ- ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি : বিষয় : গ্রাম বাংলার দৃশ্য।
‘গ’ বিভাগ- ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি : বিষয় : ঋতুরাজ বসন্ত।
‘ঘ’ বিভাগ- ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি : বিষয় : বসন্তে বাংলাদেশ। (প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত)