Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সাংবাদিক আমীর হোসেন স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের সাংবাদিকতা জগতের প্রতিকৃত ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মরহুম অ্যাডভোকেট মো. আমীর হোসেন এর মৃত্যুতে তার জীবনে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ করেছে তরফ সাহিত্য পরিষদ। শনিবার দুপুরে এই স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ প্রেসক্লাব।
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তরফ সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি শামিম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও মরহুম অ্যাডভোকেট মো. আমীর হোসেন এর ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মহিবুল হোসেন জিতু। স্বাগত বক্তব্য রাখেন তরফ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন, তরফ সাহিত্য পরিষদের সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান জাহির, জুলফিকার হোসেন তানজির, তরফ সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুস সাত্তার, সাহিত্য সম্পাদক শাহ মনসুর আহমেদ সেলিম, সদস্য মোতাহির চৌধুরী, প্রবাষক জালাল উদ্দিন রুমি প্রমুখ। সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন তরফ সাহিত পরিষদ সদস্য মাওঃ মোঃ নুরুল আমীন।
পরে অতিথিবৃন্দ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং মরহুম আমীর হোসের এর পরিবারের কাছে এই গ্রন্থের কিছু কপি এবং ক্রেস্ট হস্তান্তর করেন।