Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরবাসীর মুখে হাসি ফুটানোর জন্য প্রার্থী হয়েছি-সৈয়দ শাহজাহান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-মাধবপুর উপজেলাবাসীর সাথে আমার ও আমার পরিবারের আত্মার সম্পর্ক আছে। এটা কোন রাজনৈতিক সম্পর্ক না। যুগ যুগ ধরে মুরব্বীদের সাথে আমাদের মুরব্বীদের চলাফেরা। এই সম্পর্ক তা কোন দিন নষ্ট হবে না। আমিই সর্ব প্রথম এ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌছে দিয়ে উপজেলাকে আলোকিত করেছিলাম। ২৫ বছর আগে আপনারাই আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আজ আবার আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য প্রার্থী হয়ে আপনাদের দ্বারে এসেছি। আপনারা যদি আবারও দল-মত, জাতি, ধর্ম নির্বিশেষ আনারস প্রতীকে ভোট দিয়ে নিবার্চিত করেন তাহলে মাধবপুরের মুরব্বীগনসহ সকল বয়সের মানুষ সম্মান পাবে, সত্য ও ন্যায় প্রতিষ্টা হবে। আমাকে কাজ করাতে তৃতীয় কোন ব্যক্তির সুপারিশ লাগবে না। সরাসরি আপনাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন ইনশাল্লাহ। তিনি গতকাল বুধবার পূর্ব মাধবপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রফু মিয়া, আহম্মদ আলী, হিরা মিয়া মাষ্টার, ফরিদ মিয়া, ফজলুর রহমান উত্তান, জব্বর মিয়া, হাফিজ উদ্দিন, আলী নেওয়াজ, রহমত আলী, কন্টু মিয়া, জজ মিয়া, আলাউদ্দিন আল রনি, গোলাপ খান, মৌলদ মিয়া, বাদশা মিয়া, আবুল কাশেম, মোস্তফা কামাল বাবুল, সফিক উদ্দিন খান, আলমগীর কবির, জসিম শিকদার, আলফাজ মিয়া ও সোহাগ চৌধুরী প্রমূখ। মাধবপুরে বাজারে গণসংযোগ করেন এ সময় চেয়ারম্যান শামসুল ইসলাম মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।