Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট এসোসিয়েশন (ইউকে) এর উদ্যোগে চক্ষু শিবির ২০১৭ প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ অনুষ্টানের প্রধান অতিথি এডঃ মাহবুব আলী বলেন, প্রবাসীরা দেশের প্রাণ। তাদের রেমিটেন্সের কারণে সিলেট আজ সকলের কাছে দিত্বীয় লন্ডন বলে পরিচিত। প্রবাসীরাই এখন জনকল্যাণ মূলক কাজে এগিয়ে। চুনারুঘাট এসোসিয়েশন (ইউকে) চক্ষু চিকিৎসা চুনারুঘাটে শীত বস্ত্র বিতরণ, গরীব মানুষের সাহায্য প্রদান, পাঠশালা, মক্তব, মসজিদ নির্মাণ নিত্যান্তই প্রশংসার দাবিদার। অমি আয়োজকদের ধন্যবাদ ও প্রশংসা করি। গতকাল শুক্রবার দিনব্যাপী এসোসিয়েশনের সভাপতি জিএস ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে ও সুপ্রিমকোর্ট আইনজীবী মোস্তাক আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অথিতি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি এম এ মুমিন চৌধুরী বুলবুল, সংস্কৃতিক সম্পাদক মারুফ চৌধুরী, শায়েস্তাগঞ্জ সমিতি যুক্তরাজ্যের সভাপতি এডঃ মীর গোলাম মোস্তফা, চুনারুঘাট এসোসিয়েশন (ইউকে) এর উপদেষ্টা সৈয়দ খান, প্রচার সম্পাদক আফজাল খান, সিভিল সার্জেন্ট মোঃ তাহের আলী, ফয়সল চৌধুরী এমবিই, সদস্য আইয়ূব আলী, ফ্রান্স প্রবাসী শেখ মোহাম্মদ শওকত আজাদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল আউয়াল, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের কর্নধার দুবাই প্রবাসী মোঃ তাজুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান এডঃ মিজানুর রহমান, মীর ছানু, শফিকুর রহমান, মোঃ আবুল খায়ের, শাহজাহান চৌধুরী শেজু, ডাঃ মুসলিম উদ্দিন, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, জিএস ব্রাদর্সের পরিচালক খালিদ, কামাল আহমেদ, মোঃ কাজল মিয়া, ইদ্রিস আলী আলতা, এখলাছ মিয়া, মান্নান মাষ্টার, হবিগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ এবাদুল হাসান প্রমূখ। শুরুতেই স্বাগত বক্তব্যে ‘চুনারুঘাট এসোসিয়েশন ইউকে’ এর সাধারণ সম্পাদক জালাল আহমেদ। সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি বলেন, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে বিগত ২০০২ সাল থেকে চক্ষু শিবিরের মত বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছে। আজ প্রায় ৭০০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জন অপারেশনের জন্য হবিগঞ্জে প্রেরণ করা হয়েছে এবং ১৫০ জনকে চশমা, ৫০০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।