Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পিতা-মাতা সচেতন হলে সে শিশু সুশিক্ষায় শিক্ষিত হতে বাধ্য¬ ডাঃ মুশফিক চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় অবস্থিত মাউন্ট এভারেষ্ট কে জি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ পলাশ দাস। শিক্ষক অভিজিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সমাজ সেবক হারুনুর রশীদ, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্ধু মঙ্গল রায়, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কামাল চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক কাজী মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, শিশুর সর্ব শ্রেষ্ট শিক্ষক হচ্ছে তাদের পিতা-মাতা। পিতা-মাতা সচেতন হলে সে শিশু সুশিক্ষায় শিক্ষিত হতে বাধ্য। তাই তিনি শিশুদের সকল অভিভাবকদের সচেষ্ট হবার আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।