Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়নের লালচান্দ গ্রামে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সানখলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার (সবুজ)।
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। এতে আলোচনা করেন ডাঃ মোঃ শাহরাজ আলী, ইউপি সদস্য মাহফুজুর রহমান, ইউপি সদস্য আইয়ুব চাঁন।
সভাপতির বক্তব্যে সানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার (সবুজ) বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে পরিচালিত আমাদের দেশ স্বল্প সময়েই ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনে তৃণমূল পর্যায়ের জনসাধারণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ সরকারের উন্নয়নমূলক সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা সহজেই উন্নয়নের দিকে এগিয়ে যাব। তিনি সরকারের ও দেশের উন্নয়নে নারীদের শিক্ষা অর্জনে আরো এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে লালচান্দ গ্রামের গৃহিনী, ছাত্রী, ইউপি সদস্যা, শিক্ষিকা, নারী সংগঠনের প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট সুধীজনসহ প্রায় ৩শতাধিক লোক অংশ গ্রহণ করেন। সমাবেশটি সঞ্চালন করেন জেলা তত্যঅফিসের উচ্চমান সহকারী মোঃ হাবিবুর রহমান।