Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধির লক্ষে বানিয়াচঙ্গে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ সিলেট অঞ্চলের উপ-পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল এর উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রশীদ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বশির আহমেদ সরকার, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফরহাদ হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আলম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুর রহমান, আলী আকবর, আবু হাশেম রাফে, প্রবীর চন্দ্র রায়, মোঃ মহি উদ্দিন, মোঃ আব্দুল আলীম, আবু কাওছার। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন আদর্শ কৃষক অংশ গ্রহন করেন।