Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাগীব আলীসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য সম্পন্ন

এক্সপ্রেস রিপোর্ট ॥ তারাপুর চা বাগান দখলে প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীসহ ছয় আসামিদের বিরুদ্ধে আজ আরো ৫ জন সাক্ষ্য দিয়েছেন।
সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। এর আগে এ মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছিলেন। আলোচিত এই মামলায় এ নিয়ে ২১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হল।এ মামলার আসামিরা হচ্ছেন- রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, বুধবার আদালতে ৫ সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মোট ২১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৩ ফেব্র“য়ারি। প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্তে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির সংক্রান্ত মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ১৪ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।