Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নামের ছাড়পত্র পেল “আামার এমপি ডট কম”

স্টাফ রিপোর্টার ॥ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা হিসেবে নামের বরাদ্দ ও ছাড়পত্র পেয়েছে আমার এমপি ডটকম। মঙ্গলবার হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় থেকে শর্তসাপেক্ষে “আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা” হিসেবে নামের ছাড়পত্র দেওয়া হয়। এতে করে এখন থেকে প্রতিষ্টানটির সকল কার্যক্রম সরকার অনুমোদিত ও বৈধ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হামদুল করিম স্বাক্ষরিত পত্রে এ ছাড়পত্র দেয়া হয়। এতে আগামী ৪৫ দিনের মধ্যে বিধিমোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে উল্লেখ্য করা হয়েছে ছাড়পত্রে।
“আমার এমপি স্বেচ্ছাসেবী সংস্থা” জনগণ ও জনপ্রতিনিধির মধ্যকার সংযোগ স্থাপনকারী ডিজিটাল মাধ্যম হল আামর এমপি ডটকমের মূল লক্ষ্য। নামের ছাড়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আমার এমপি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্টাতা সদস্য ও আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট বানিয়াচংয়ের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত। এ বিষয়ে তিনি বলেন, আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি ডটকম নামের ওয়েবসাইটের মাধ্যমে জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ওয়েবসাইটে জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত ও আনুষঙ্গিক তথ্য রয়েছে, যা সাধারণ জনগণের কাজে লাগবে। এখন পর্যন্ত ৫০ এর ও অধিক সংসদ সদস্য আমার এমপি ডটকমে তাদের স্বেচ্ছাসেবক বা অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছেন। যার মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইফ, হুইফ ও মন্ত্রীসভার সদস্যরা ও রয়েছেন। আামর এমপি ডটকম এখনও আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করেনি। তবে শুরুর আগেই তা সাড়া দেশে বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছেন সুশান্ত দাস গুপ্ত। এই ওয়েবসাইটটি ব্যবহার করে সাধারণ জনগণ তার এলাকার এমপিকে নানা ধরণের প্রশ্ন করেছেন। আর এমপিরা সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। জনসাধারণের করা ৩৫টি প্রশ্নের মধ্যে ইতিমধ্যে ১২টির উত্তর দিয়েছেন সংসদ সদস্যরা। এর মধ্যে রয়েছে ভিডিও বার্তায় জনগণের দেওয়া প্রশ্নের উত্তরও।