Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিএমএ বনভোজন ও কিছু কথা

ডাঃ সৈয়দ এম আবরার জাবের ঃ ১০ ফেব্র“য়ারি ২০১৭। বিএমএ আয়োজিত বনভোজন ছিল উৎসব মুখর। জুনিয়র সিনিয়র চিকিৎসকদের সহযোগীতা আর অংশগ্রহণে এ মিলনমেলা নিকট অতীতের সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল বলে সবার মত সকলের। এই অনুষ্ঠানটি সফল করতে গিয়ে দিনরাত পরিশ্রম করেছেন কমিটি আর এর বাইরের অনেকে। সবার নাম উল্লেখ করার মতো। তবে কলেবর বেড়ে যাবার কারণে সবার নাম লিখতে পারছিনা। সিনিয়রদের মাঝে বিএমএ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, ডাঃ মোঃ জমির আলি, ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ কায়ছার রহমান (মৎস্য বিজ্ঞানী-অসাধারণ ছিল মাছ সিলেকশন), স্বরচিত “আঠারো” গানটির (অত্যন্ত নস্টালজিক) জন্য ডাঃ প্রদীপ কুমার দাসকে শ্রদ্ধা ও ভালোবাসা। জুনিয়রদের মাঝে ডাঃ রহমান উজ্জল, ডাঃ নির্ঝর ভট্রাচার্য্য, ডাঃ মিঠুন রায়, ডাঃ কামাল, ডাঃ তারেককে (আমার বকবকানি সহ্য করে) নিজেদের কাজ গুছিয়ে করার ধৈর্য ধরে রাখার সেই সাথে অসাধারণ ভাবে পুরো অনুষ্ঠানটিকে সমাপ্তি পর্যন্ত নিয়ে যাবার জন্য অশেষ কৃতজ্ঞতা আর দোয়া। ডাঃ এস এস আল আমিন সুমনকে “শখের ফটোগ্রাফি” করার জন্য আন্তরিক ধন্যবাদ। ডাঃ দেবাশিষ দাসকে অনেক মিস করেছি। ডাঃ দেলোয়ার ভাইয়ের সাথে তার আসার কথা ছিল। ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, ডাঃ বজলুর রহমানের সাথে প্রাণবন্ত আড্ডা মনে থাকবে অনেক দিন। অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা, শুভকামনা। সবশেষে কাজের স্বীকৃতি হিসেবে স্মারক প্রদানের জন্য বিএমএ হবিগঞ্জ আর র‌্যাফেল ড্রতে ভাগ্য আবারো সুপ্রসন্ন হওয়ায় (উল্লেখ্য গতবার র‌্যাফেল ড্রতে ৭টি পুরস্কার পেয়েছিলাম) শোকরিয়া থাকলো।