Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জনতা ব্যাংকে বয়স্ক ভাতা প্রাপ্তদের ভোগান্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার জনতা ব্যাংকে বয়স্কভাতা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যাংকের এক কর্মকর্তার ভাতাপ্রাপ্ত মানুষের সাথে অশুভ আচরনে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভাতা নিতে আসা লোকজন। জানা যায়, গোপলার বাজার জনতা ব্যাংকের জুনিয়র অফিসার শফিকুর রহমান বয়স্কভাতা প্রাপ্তদের সাথে অশুভ আচরন করে ব্যাংক থেকে বাহির করে দেন। গতকাল সরজমিনে ব্যাংক পরিদর্শনকালে দেখা যায় ওই কর্মকর্তা বয়স্কভাতা প্রাপ্তদের সাথে অশুভ আচরন করে বাহির হয়ে যেতে বলেন। এ সময় তাকে বলা হয় আপনি এদের কেন তাড়িয়ে দিচ্ছেন। এটাতো সরকারী কাজ। তখন তিনি বলেন এটা কোন সরকারী কাজ নয়। আমরা অতিরিক্ত দায়িত্ব হিসাবে এ কাজ করছি। এ সময় বয়স্কভাতা নিতে আসা লোকজন প্রতিবাদ করলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের অতিরিক্ত কাজ। সরকারী কাজ নয়, তাই ইচ্ছা করে ছুটির দিনে করে থাকি। তখন অসহায় হয়ে অনেক ভাতাপ্রাপ্ত লোকজন আশাহত হয়ে বাড়ি ফিরে যান। বয়স্ক ভাতা নিতে আসা মিতা বিবি ও ধনাই মিয়া বলেন, তিন দিন আসার পরেও শফিক স্যার তাড়িয়ে দিয়েছেন। তিনি ছুটির দিনে এসে নিতে বলেন।
এ ব্যাপারে গোপলার বাজার জনতা ব্যাংকের ম্যানাজার দীনবন্ধু রায় বলেন, উনি (শফিকুর রহমান) একটু বদমেজাজী মানুষ। তাই রাগ বেশি। সবার সাথে এমন আচরণ করা ঠিক না। এটা সরকারী কাজ তাকে করতে বাধ্য। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের জন্য এটা লজ্জাজনক।