Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে এনজিওর সুদের টাকা পরিশোধ করতে না পারায় বিষপান গৃতবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে এনজিওর সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আনোয়ারা আক্তার (৩০) নামের তিন সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হাথির মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে আনোয়ারা আক্তার। এক পর্যায়ে পরিবারের অগোচরে সে বিষপান করে ছটফট করতে থাকে। মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাঃ বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনোয়ারার স্বামী জানান, ৫ বছর পুর্বে একই উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার কন্যা আনোয়ারাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি কন্যা ও একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে তাদের আর্থিক দৈন্যদশা চলতেই থাকে। কৃষিকাজ করে হাথির মিয়ার একার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি আনোয়ারা হাঁস মুরগি ও ছাগল পালনের জন্য স্থানীয় ব্র্যাক অফিস থেকে ১২ হাজার টাকা ঋণ গ্রহণ করে। সুদে আসলে এ টাকা ৯০ হাজার টাকা হলে মানসিকভাবে ভেঙ্গে পড়ে আনোয়ারা। টাকা পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে প্রায়ই ঝগড়া হতো বলে জানান হাথির মিয়া। এ নিয়ে দিন দিন আনোয়ারা ও স্বামী হাথির মিয়ার মাঝে ভুল বুঝাবুঝি চলতে থাকে। আনোয়ারা স্বামীর উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।