Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইন-শৃংখলা সভায় এমপি আবু জাহির ॥ মাধবপুরে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনে সর্বস্তরের মানুষের সমন্বয়ে স্থান নির্ধারণ করার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃংখলা কমিটির সভায় হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির মাধবপুরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন নিয়ে জটিলতার বিষয়ে এলাকার সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি ভাল স্থান নির্ধারণ করার জন্য পরামর্শ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানদের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি। সভায় হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীতে ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষরোপন এবং লাইট পোস্ট স্থাপনের মাধ্যমে সিলেটের সুরমা নদীর ন্যায় প্রস্তাবিত ১৫ কোটি টাকার প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে তদবীরের জন্য এমপি আবু জাহির ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসকে অনুরোধ জানানো হয়। এছাড়াও সভায় হবিগঞ্জ শহরের যানজট নিরসনের জন্য পরিবহন সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে মার্চ মাসের প্রথম সভার মাধ্যমে সমাধান বের করার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে ও এডিএম ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির। এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।