Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের রাজনগরে মদের কারখানার সন্ধান ॥ কাউন্সিলর মজনুর নেতৃত্বে বিপুল পরিমান মদ উদ্ধার

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেশীয় মদের কারখানা গড়ে উঠেছে। গতকাল রবিবার রাত ৮টায় রাজনগর কবরস্থান এলাকার মুচিবাড়িতে মদের কারখানার সন্ধান পাওয়া যায়। রবিবার রাতে স্থানীয় কাউন্সিলর আব্দুল মজনু লোকজন নিয়ে মুচিপাড়ায় অভিযান চালান। খবর পেয়ে সদর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ২ মণ দেশীয় মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন মদ তৈরির মূলহোতা মায়া রাণী রবি দাস, রায়দন রবি দাস, শুক্লা রাণী রবি দাস ও রাজিয়া রবি দাস পালিয়ে যায়।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছে। ফলে এলাকার উঠতি বয়সী যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এ কারণে এলাকাবাসির সহযোগিতায় কাউন্সিলের নেতৃত্বে এ তল্লাশী চালানো হয়। কাউন্সিলর মজনু জানান, নিষেধ করার পরও তারা বারবার চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জনতার সহযোগিতায় মাদকের আস্তানায় তল্লাশী চালানো হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।