Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বন্যা এন্টারপ্রাইজ ক্রিকেট টুর্নামেন্ট ॥ ফাইনালে অনির্বাণ ক্রিকেট ক্লাবকে হারিয়ে আনিশা ক্রিড়া চক্র চ্যাম্পিয়ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়াজনের মধ্যে দিয়ে বানিয়াচঙ্গে বন্যা এন্টারপ্রাইজ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অনির্বাণ ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনিশা ক্রিড়া চক্র । গত শনিবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৩ রান সংগ্রহ আনিশা ক্রিড়া চক্র। দলের পক্ষে অপরাজিত সেঞ্চুরী করেন অধিনায়ক মিছবাহ উদ্দিন মারুফ। ৮৬ রান করেন ওপেনিং ব্যাটসম্যান নিজাম। পরে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে অনির্বাণ ক্রিকেট ক্লাব। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্টপোষক বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস-চেয়ারম্যান তানিয়া খানম, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান, বিশিষ্ট আইনজীবি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ৪ নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, জেলা পরিষদের সদস্য মনির খান, জেলা পরিষদের সদস্যা রওশন আরা লাকি ভুইয়া, বানিয়াচং উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক এনামুল মোহিত খান, হবিগঞ্জ ক্যাবলসের ম্যানেজার রিয়াজুল হাসান, ক্রিড়া সংগঠক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রিড়া সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাবেক কৃতি ক্রিকেটার অপু ভট্রাচার্য, বানিয়াচং সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা রিপন সিংহ, আনিশা ক্রিড়া চক্রের ম্যানেজার মোঃ জিতু মিয়া প্রমুখ। ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অবদ্যা সিরিজ হন বিজয়ী দলের অধিনায়ক মিছবাহ উদ্দিন মারুফ। সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছেন বিজিত দলের সাদি। আম্পায়ার ছিলেন ফজল উল্লাহ খান ও এম এ ইকবাল হোসেন খান মনি। ধারা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক শিব্বির আহমদ আরজু।