Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে কয়েক হাজার লোকের মানববন্ধন

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্টার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ৩ কিলোমিটার জুড়ে প্রায় ১০ হাজার লোকের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বানে শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারন মানববন্ধনে অংশ গ্রহন করেন। এছাড়া বাজারের প্রায় ২ হাজার ব্যবসায়ী সকাল থেকে ব্যবসা প্রতিষ্টান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনির পরিচালনায় মানববন্ধন চলাকালে

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কান্তি পাল, সাধারন সম্পাদক শাহ মোঃ সেলিম, দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি জীবন কৃষ্ণ বনিক, জেলা বিএনপির সদস্য গোলাপ খাঁন, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, সাধারন সম্পাদক আশরাফুল আলম টিটু, কাউন্সিলর অজিদ কুমার পাল, আবুল বাশার, বাবুল হোসেন, দুলাল খাঁ, ড্রাগ এসোসিয়েশনের সভাপতি দীপক কুমার মোদক, বনিক সমিতির সভাপতি কানাই বনিক, উপজেলা আওয়ামীলীগের নেতা তাজুল ইসলাম, মোজাহিদ বিন ইসলাম, এরশাদ আলী, মিজানুর রহমান, নাসির খাঁন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিদ মিয়া, বেবী টেক্সী সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মাধবপুর উপজেলা সদরে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্টার লক্ষে ২০১৪ সালের ১৯ আগষ্ট কারিগরি শিক্ষা অধিদপ্তরের তৎকালিন ভারপ্রাপ্ত মহাপরিচালক পত্র দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। এ পত্রের আলোকে তৎকালিন হবিগঞ্জের জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০১৫ সালের ২৭ জানুয়ারী পৌরসভার গুমুটিয়া মৌজার ২ একর ২১ শতক জায়গা নির্ধারন করে তা সংশ্লিষ্ট অফিসে প্রেরন করেন। অপর দিকে একটি কুচক্রিমহল ওই স্কুল এন্ড কলেজটি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত ঘেষা দূলর্ভপুর মৌজার ১নং খাস খতিয়ানের ২০৮ এবং ২১৮ দাগের কেস নথি সৃজন করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করেন। কিন্তু ওই ভূমি ৬নং রেজিস্টারভূক্ত ইজারাধীন হওয়ায় আবারও পৌর এলাকার গুমুটিয়া মৌজার জায়গাটি প্রস্তাব করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হয়। এমতাবস্তায় ওই চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত প্রস্তাব ব্যতিরেখে দূর্লভপুর মৌজার দাগনং ৯১৩, ৮৯৪, ৮৯৫, ৮৯৬,৮৯৭ ও ৮৯৮ দাগে স্কুল এন্ড কলেজে স্থান নির্বাচন করার জন্য তৎপরতা শুরু করেন। এ খবর উপজেলা সদরে ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনসাধারন ক্ষোভে ফেটে পড়ে। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র বলেন, ভারতের সীমান্ত ঘেষা চৈতন্যপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্টা হলে মাধবপুরসহ ৯টি ইউনিয়নের গরীব ছেলে-মেয়েদের কোন উপকারে আসবে না। ওইখানে যেতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন ১শ টাকা যাতায়াত বাবৎ ব্যয় করতে হবে। আমারদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্য তা ব্যাহত হওয়ার পাশা-পাশি হাজার হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই আমাদের প্রানের দাবি হাজার হাজার গরীব শিক্ষার্থীর কথা চিন্তা করে উপজেলা সদরেই ওই স্কুল এন্ড কলেজটি প্রতিষ্টা করা হয়। অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠিন কর্মসূচি দেয়া হবে।