Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ বড়চরে ৪৬ তম বার্ষিক মহোৎসব অনুষ্টিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। ইহাই সনাতন ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত তাই বিশ্বশান্তি ও মানবকল্যাণার্থে শায়েস্তাগঞ্জ বড়চর গ্রামে অবস্থিত শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় প্রতি বৎসরের ন্যায় এবারও এ উৎসব উদযাপন করা হয়। উৎসব উদযাপন পরিচালনা কমিটির দীন ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহরব্যাপী ৪৬তম বার্ষিক শ্রীশ্রী বিশ্ব কল্যাণ তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসবের অনুষ্টান সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্টান সূচিতে যা ছিল, ১ম দিনে শ্রীমদ্ভাগবত ও গীতা পাঠ, “ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনামযজ্ঞের শুভ অধিবাস। ২য় দিনে “ব্রাহ্ম মুহূর্ত হইতে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ। ৩য় দিনে “মহাপ্রসাদ বিতরণ”। ৪র্থ দিনে নগর পরিক্রমা, কীর্তন সমাপন, দধিভান্ড ভঞ্জন ও পদাবলী কীর্তন।