Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভ্যালেনটাইনস ডে’র নামে অশ্লীলতা বন্ধের আহবান

স্টাফ রিপোর্টার ॥ সুলতান মাহমদপুর জামে মসজিদে জুমার খুৎবায় হাফেজ বশির আহমেদ বলেছেন, ১৪ ফেব্র“য়ারী বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেনটাইনস ডে’র নামে যে অশ্লীলতা হয় তা অনৈসলামিক, নিন্দনীয়, পরিহারযোগ্য। এটা পাশ্চাত্য কালচার, কোনো মুসলমানের কালচার হতে পারে না। তিনি সকল মুসল্লীকে ওই দিন তাদের ঘরের ছেলে মেয়েদের কঠোরভাবে নিয়ন্ত্রনের এবং বিশ্ব ভালবাসা দিবসের নামে যাতে কোনো ছেলে মেয়ে স্কুল কলেজ রেস্তোরায় বেহায়াপনায় লিপ্ত হতে না পারে সে জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। হাফেজ বশির আহমেদ বলেন, পৃথিবীর সকল কিছু মানুষের সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে আর মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। মুসলমানরা যখন আল্লাহর এ সত্য বিধান ভুলে যায় তখনই বিভিন্ন গজব নাজিল হয়। পাশ্চাত্যের কোনো দেশে ইহুদি বেদুইন নাস্তিকের উপর হামলা হলে সারা বিশ্ব মিডিয়া মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে। আর বছরের পর বছর কাশ্মির, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, মিয়ানমার, ইরাক, ইরান, লেবাননের মুসলমানদেরকে হত্যা করা হলেও বিশ্ব মিডিয়া থাকে নিরব। কোনো হত্যাকান্ডকে প্রকৃত মুসলমানরা সমর্থন করতে পারে না। এটা এক ধরনের মিডিয়া সন্ত্রাস যে, তারা এক পেশেভাবে শুধু মুসলমানদের বিরুদ্ধেই লিখতে পছন্দ করে। হাফেজ বশির আহমেদ বলেন, কোরআন হাদিসের কথা বললে বলা হয় মৌলবাদ। একই সাথে পবিত্র কোরআন হাদিসের ভুল অন্বেষনকারী নাস্তিক মুরতাদদের বলা হয় আধুনিক। এ ধরনের অপপ্রচার থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি। পরে দেশ ও জাতীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।