Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য ৪৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বরাদ্দ আনলেন এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য ৪৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বরাদ্দ নিয়ে এসেছেন এমপি কেয়া চৌধুরী। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে আবেদন করলে তিনি, এমপি কেয়া চৌধুরীকে গত ১৪ জানুয়ারী এ বরাদ্দ প্রদান করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন গত ১৯ জানুয়ারী এক পত্রে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জকে কাজের আদেশ প্রদান করেন। বরাদ্দকৃত এলাকাগুলো হচ্ছে, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬০ কিঃ মিঃ, বড় ভাকৈর ইউনিয়নে ৫০ কিঃমিঃ, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৩০কিঃমিঃ, করগাঁও ইউনিয়নে ৪০কিঃমিঃ, গজনাইপুর ইউনিয়নে ২০কিঃমিঃ, নবীগঞ্জ ইউনিয়নে ১০কিঃমিঃ, বাউসা ইউনিয়নে ২০কিঃমিঃ, দিঘলবাগ ইউনিয়নে ২০কিঃমিঃ, ইনাতগঞ্জ ইউনিয়নে ১০কিঃমিঃ ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে ৩০কিঃমিঃ, স্নানঘাট ইউনিয়নে ২০কিঃমিঃ, সাতকাপন ইউনিয়নে ২০কিঃমিঃ, বাহুবল সদর ইউনিয়নে ৩০কিঃমিঃ, মিরপুর ইউনিয়নে ২০কিঃমিঃ, পুটিজুরী ইউনিয়নে ৩০কিঃমিঃ, লামাতাসী ইউনিয়নে ১০কিঃমিঃ মিলিয়ে মোট ৪৫০ কিলোমিটার মাইলেজ বিদ্যুৎ বরাদ্দ রয়েছে।
এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ-বাহুবলবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছি। তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতেই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবার ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে চাই।