Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরতলী যশের আব্দায় বাড়ি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর যশের আব্দা এলাকায় বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে এক ভয়াবয় সংঘর্ষ হয়েছে। গতকাল (১০ ফেব্র“য়ারী ২০১৭ইং) সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়। গুরত্বর আহতদের মাঝে সাইফুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক।
জানা যায়, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও একই এলাকার মানিক মিয়ার মাঝে ১৩ শতক জমির উপর একটি বাড়ির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়। এরেই জের ধরে গতকাল ১০ ফেব্র“য়ারী সকালে মোঃ মানিক মিয়ার পক্ষের ৩০-৪০ জন লোক লাঠিসোটা নিয়ে আতাউর রহমান সেলিমের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় উভয় পক্ষের লোকজনের মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এসংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হন। আহতরা হল, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম (৪৭), সাইফুর রহমান (৩৫), মমিনুল ইসলাম (৫০), জামিল হোসেন (৩৫), নেজাম উদ্দিন (৪০), মোঃ আরমান প্রকাশ (২২), মোঃ মানিক মিয়া (৩৭), এম.এ আজিজ (৩৫), মোঃ শাহ আলম (৩২) ও মোঃ কাসেম আলী (৩৫)।