Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে স্লুইচ গেইট নির্মাণ কাজের উদ্বোধন ॥ বোরো মওসুমে কয়েক হাজার একর জমি চাষাবাদের আওতায়

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জোয়ার লালচান্দ এলাকায় সুতাং নদীতে ৫৪ লাখ টাকা ব্যয়ে স্লুইচ গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় চুনারুঘাট মাধবপুর এলাকার সংসদ এডভোকেট মাহবুব আলী ও চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ স্লুইচ গেইটের উদ্বোধন করেন। বাংলাদেশ এগ্রিকালচার ডেভলাপমেন্ট (বিএডিসি) এটি নির্মাণ করছে।
স্লুইচ গেইটটি নির্মিত হলে বোরো মওসুমে সুতাং নদীর পানি দিয়ে ঐ ইউনিয়নের কয়েক হাজার একর জমি বোরো চাষের আওতায় আসবে। ফলে প্রতি বছর বিপুল পরিমান ধান উৎপাদন সম্ভব হবে। যা ইউনিয়নের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সবুজ তরফদার, আব্দুর রশিদ. সামসুজ্জামান শামীম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রজব আলী, মোঃ আবু তাহের মহালদার, লুৎফুর রহমান চৌধুরী, সোহেল আরমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।