Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জীবন সংকেতের ৩০ বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ ৩০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ শহরে মাতিয়েছে জীবন সংকেত এর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গতকাল শুক্রবার বিকেলে সাইফুর রহমান মিলনায়তনের সামন থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। ঢাক-ঢোল, রঙিন মুখোশ, বাঁশির শব্দ আর সংগঠনের সদস্যদের উচ্ছ্বলতায় তখন শহরে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল। সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে আকাশে উড়ানো হয় নানান রঙের ফানুস। আজ শনিবার চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে অনুষ্ঠিত হবে নানা আয়োজনে সতীর্থ পুনর্মিলনী। ‘তিরিশে, মঞ্চে আছি মঞ্চেই থাকবো উল্লাসে’ শ্লোগানে জীবন সংকেত আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালার। আনন্দ শোভাযাত্রা, ফানুস উড়ানো ও সতীর্থ পুনর্মিলনীর মাধ্যমে নাট্যদলটি শুরু করেছে তাদের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানমালার।
এ ব্যাপারে জীবন সংকেত এর সাংগঠনিক সম্পাদক সৌরভ বিকাশ দেব বলেন, ৩০ বছর পূর্তিতে আমরা আয়োজন করবো বছরব্যাপী নানা অনুষ্ঠানের। এগুলো হল আনন্দ শোভাযাত্রা, সতীর্থ পুনর্মিলনী, নাট্যজন সম্মাননা, পথ নাট্যোৎসব, মঞ্চ নাট্যোৎসব, একাধিক নতুন নাট্য প্রযোজনা ও দেশ-বিদেশে নাট্য পরিভ্রমণ।