Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ২ দিন ব্যাপী ওরছ সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধবার ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (রঃ) এর সংঙ্গী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ২ দিন ব্যাপী ওরছ মোবারক। বুধবার ওরছের প্রথম দিন মাজার সংলগ্ন তার অধঃস্তন পুরুষ সাকির মোহাম্মদ লাখেরাজ খানেবাড়িতে অবস্থিত বিলপাড়ে আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কোরআন খতম ও ওয়াজ মাহফিল এর মাধ্যমে ওরছের কার্যক্রম শুরু হয়। বাদ যোহর মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর পক্ষে মাজারে গিলাফ ছড়ান সাহিদুর রহমান চৌধুরী সাফী, গোলাম রহমান বজলু, আব্দুর রহিম, মাহতাব উদ্দিন, মাসুক চৌধুরী, মোকারিম চৌধুরী, হাফেজ গিয়াস উদ্দিন, হারুন মিয়া, আব্দুল আলী, জানফর উল্লাহ, আলেক মিয়া, নজীর আলী, মোতাহের চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, ফরিদ মিয়া, হাফেজ মোহাম্মদ মিজান, হাফেজ আব্দুল আজিজ, হাফেজ ফকরুল ইসলাম, হাফেজ ছদরুল হোসেন, হাফেজ ইব্রাহিম ভূইয়া, হাফেজ শাহিন মিয়া, মোঃ রিপন মিয়াসহ অন্যানরা। বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত চলে ওয়াজ মাহফিল। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোফাচ্ছিরে কোরআন হযরতুল আল্লমা আবুল বাশার আল-হানাফী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওঃ হাফেজ মকদ্দুস আলী, হযরত মাওঃ ইলিয়াছ ভূইয়া, হাফেজ এখলাছুর রহমান খান, ক্বারী আব্দুন নুর, হাফেজ গিয়াস উদ্দিন প্রমুখ। মাদ্রাসার ছাত্র আলাউর রহমান ও আবু রায়হান পবিত্র কোরআন হিফজ করায় তাদেরকে পাগড়ী প্রদান করা হয়। বৃহস্পতিবার ওরছের সমাপনি দিন সকাল হইতে মাজার মসজিদে কোরআন খতম, বাদ যোহর মাজার জিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষ থেকে তবারক বিতরন এবং এশার নামাজের পর মোতাওয়াল্লী মন্জিলে জিগির আসকার, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাতে দেশের জন্য শান্তি কামনা করা হয়। উক্ত ওরছ মোবারকে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয়। ওরছ মোবারক শান্তিভাবে শেষ হওয়ায় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী।