Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জীবন সংকেত এর ৩০ বছর পূর্তি ॥ আনন্দ শোভাযাত্রা ও সতীর্থ পুনর্মিলনী উদ্বোধন আজ

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের অন্যতম নাট্যদল হবিগঞ্জের ‘জীবন সংকেত’ তাদের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সতীর্থ পুনর্মিলনীর মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৪টায় সংগঠনটি হবিগঞ্জ শহরে বের করবে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার। এছাড়াও আগামীকাল শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে উদযাপন করবে সতীর্থ পুনর্মিলনী। গত বছরের ১৬ ডিসেম্বর জীবন সংকেত অতিক্রম করে তাদের গৌরবময় ৩০ বছর। ‘তিরিশে, মঞ্চে আছি মঞ্চেই থাকবো উল্লাসে’ শ্লোগানকে ধারণ করে প্রতিশ্র“তিশীল এ নাট্য সংগঠনটি তাদের ৩০ বছর পূর্তিতে আয়োজন করেছে বছরব্যাপী নানা অনুষ্ঠানের। এগুলো হল আনন্দ শোভাযাত্রা, সতীর্থ পুনর্মিলনী, নাট্যজন সম্মাননা, পথ নাট্যোৎসব, মঞ্চ নাট্যোৎসব, একাধিক নতুন নাট্য প্রযোজনা ও দেশ-বিদেশে নাট্য পরিভ্রমণ। স্বনামধন্য এ নাট্যদলটি ইতিমধ্যেই নতুন নতুন নাট্য প্রচেষ্টা ও নন্দিত নাট্য প্রযোজনায় নিজেদের নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। নাটক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে। উজ্জ্বল করেছে হবিগঞ্জ, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের মুখ। ছোট্ট মফস্বল শহরের এ নাটকের দলটি তাদের অক্লান্ত পথচলায় আজ স্বনামেই উদ্ভাসিত। জীবন সংকেত এর গৌরবময় ৩০ বছর এর নান্দনিক পথচলা উপলক্ষে সংগঠনটির সভাপতি অনিরূদ্ধ কুমার ধর শান্তনু বলেন, ‘১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিঝরা মুহূর্তে একদল তরুণের অদম্যতায় জন্ম হয় জীবন সংকেতের। তারপর হবিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের মাটিতে মঞ্চস্থ করে ৩৬টি নাটকের প্রায় ৭ শতাধিক মঞ্চায়ন। এ নাট্যযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান অনিরূদ্ধ শান্তনু।’
৩০ বছর পূর্তি অনুষ্ঠানমালার সমন্বয়কারী জীবন সংকেত এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে সাংস্কৃতিক বৈরি পরিবেশ বিরাজ করছে। যা থেকে উত্তরণের কোন বিকল্প নেই। আমাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা সাংস্কৃতিক পরিবেশ জোরদার করবে বলে আমার বিশ্বাস। আমরা বছরব্যাপী যে অনুষ্ঠান করতে যাচ্ছি তা হল, আনন্দ শোভাযাত্রা, সতীর্থ পুনর্মিলনী, নাট্যজন সম্মাননা, পথ নাট্যোৎসব, মঞ্চ নাট্যোৎসব, একাধিক নতুন প্রযোজনা এবং দেশ-বিদেশে নাট্য পরিভ্রমণ। আজ শুক্রবার আমরা শহরে হবিগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং শুভানুধ্যায়ীদের নিয়ে বের করবো এক আনন্দ শোভাযাত্রার। একইসাথে আগামীকাল চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের মনোরম পরিবেশে উদযাপন করবো সতীর্থ পুনর্মিলনীর।’ এ ব্যাপারে মারুফ চৌধুরী আরো জানান, ‘পুনর্মিলনীতে জীবন সংকেতের দেশে ও বিদেশে অবস্থানরত সকল সদস্য ও বর্তমান সময়ের নাট্যকর্মীদের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হবে। প্রাণের উচ্ছ্ব¡াসে মিলিত হবে সকলে। এতে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান আরো সুদৃঢ় হবে।’ ৩০ বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জীবন সংকেত এর সাধারণ সম্পাদক অজেয় বিক্রম শিবু। একই সাথে জীবন সংকেতের প্রতি সহযোগিতা ও অনুপ্রেরণা অতীতের মত সবসময়ই অব্যাহত থাকবে বলেও সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি।